টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। দিনভর বৃষ্টির পর ধর্মশালার মাঠে টসে জিতে আইরিশ ক্যাপ্টেন নেইল ও-ব্রায়েন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
বৃষ্টির কারণে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচটি ১২ ওভারে এসে দাঁড়িয়েছে। টাইগারদের হয়ে ব্যাটিংয়ে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। অপরদিকে আয়াররল্যান্ডের হয়ে বোলিং অ্যাকশান শুরু করেছেন মুরটাঘ।
প্রথম ওভারটিতেই জীবন পান সৌম্য। তুলে মারলেও সহজ ক্যাচটি ধরতে পারেনি আইরিশরা। এর পরের ওভারেই স্বরূপে ফেরেন তামিম। একাধারে দুই ওভার পিটিয়ে ঝড় তুলেন তিনি। রানের চাকা সচল রেখে দলের জন্য প্রয়োজনীয় বড় সংগ্রহ গড়তেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। অপর প্রান্ত থেকে সৌম্য তাকে যোগ্য সঙ্গ দেয়ার চেষ্টা করেন।
তবে ম্যাক ব্রায়েনের বোলিংয়ে বিভ্রান্ত হয়ে আইরিশ ক্যাপ্টেন নেইল ও-ব্রায়েন এর স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন সৌম্য। ফেরার আগে ১৩ বলে ২০ রান করেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেটে ৯২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে রয়েছেন তামিম ও সাব্বির রহমান।
এদিকে বৃষ্টির বাধা এড়িয়ে বাংলাদেশ আজ যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে তাহলে চার পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে টাইগাররা। কিন্তু বাংলাদেশ হেরে গেলে ওমান এগিয়ে থাকবে। আর দুই পয়েন্ট নিয়ে অপেক্ষায় থাকবে আইরিশরাও। সে ক্ষেত্রে গ্রুপ পর্বে ওমানের সঙ্গে ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে। তবে ওই ম্যাচটি যদি বৃষ্টিতে ভেসে যায় তাহলে মূলপর্বে ওঠার স্বপ্ন অধরা থেকে যাবে টাইগারদের।
আজকের ম্যাচে সাত ব্যাটসম্যান আর চার পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন রয়েছে। নাসির হোসাইনের বদলে মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির বদলে আবু হায়দার রনি আজকে মাঠে নামবে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিথুন, মাশরাফি বিন মুর্তজা, আবু হায়দার রনি, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন।
Leave a Reply