বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিশ্বসেরা ব্যাটসম্যানদের যত ভয়। কারণ ভারতীয় ব্যাটিং লাইনআপ যাকে খেলতে ভয় করে সেখানে অন্য দলের ব্যাটসম্যানরাও অনেকটাই চাপে থাকবেন এটাই তো স্বাভাবিক।
আর এই বিষয়টাকেই সমর্থন জানালেন বাংলাদেশ ক্রিকেটের কড়া সমালোচক সাবেক পাক ক্রিকেটার রমিজ রাজা।
সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে রমিজ বলেন, ‘ক্রিকেট দুনিয়ায় মুস্তাফিজ এক অসাধারণ উপহার।’
পাকিস্তানের এককালের দারুণ স্টাইলিশ ব্যাটসম্যান ও ‘৯২তে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য বর্তমানে টেলিভিশন ভাষ্যকার রমিজ বলেন, মুস্তাফিজুর রহমান সবার চেয়ে আলাদা। ওর শতকরা আশি ভাগ ডেলিভারিই স্লোয়ার ডেলিভারি বা কাটার। তবু কেউ ওকে এখনও ধরতে পারেনি, ওর রহস্য ভেদ করতে পারেনি। রাফ সারফেসে ওকে খেলা সত্যিই কঠিন।
মুস্তাফিজের ডেলিভারিকে শিল্প উল্লেখ করে রমিজ বলেন, মুস্তাফিজ ব্যাটসম্যানকে ধোঁকাটা দারুণ দিতে পারে। তাই বলি ওর ক্রিকেটিং বোলিং মস্তিষ্ক দারুণ। অনেকটা মোহাম্মদ আমেরের মতো। ওর স্বাভাবিক ডেলিভারির পাশাপাশি বিখ্যাত কাটার অ্যাকশনে তেমন কোনও পার্থক্য থাকে না। আর এটাই বিভ্রান্ত করে ব্যাটসম্যানকে। এ কারণে মুস্তাফিজের কাটার অ্যাকশনকে সূক্ষ্ম এক শিল্পকর্ম ছাড়া অন্য কিছু না।
টি-২০ বিশ্বকাপে মুস্তাফিজ অনেক বড় অস্ত্র বলেই মনে করেন রমিজ। কারণ হিসেবে তিনি বলেন, ব্যাটসম্যানরা এখনও ওর রহস্য ভেদ করতে পারেনি। আর আমি নিশ্চিত বিশ্বকাপ উপলক্ষে ও নিজেকে আরও পরিণত করবে, আরও পাল্টে নেবে। হয়ে উঠবে আরও দুর্ধর্ষ।
Leave a Reply