ক্রিকেট মাঠের ভেতর সবচেয়ে হতাশ বোধহয় বেচারা আম্পায়াররাই। ওয়ার্নার-গেইলরা যেভাবে জোরের ওপর সোজা ব্যাটে টেনিসের ফোরহ্যান্ড বা ব্যাকহ্যান্ড শটগুলো মারেন তাতে আম্পায়াররা নড়াচড়া করা আগেই বল এসে শরীরে লাগে।
ক্রিকেটে হরহামেশাই এই ধরনের ঘটনা ঘটছে। গত বছর ভারতে বলের আঘাতে অসুস্থ হয়ে জন ওয়ার্ডকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছিল। বিগব্যাশে গেরার্ড অ্যাবোট হ্যালমেট পড়ে আম্পায়ারিং করতে নেমেছিলেন। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া-ভারতের ওয়ানডে সিরিজ চলার সময় পায়ে আঘাত পেয়েছিলেন রিচার্ড কেটেলবোরো।
এবার ঢাল হাতে মাঠে নামলেন অস্ট্রেলিয়ার আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড।
টি২০ বিশ্বকাপ শুরু আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। ভারতে এসেই পাঁচবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দল নেমে পড়েছে ভারতের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে। প্রথম প্রস্তুতি ম্যাচে অজিদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেই ঢাল হাতে আম্পায়ারিং করেন ব্রুস অক্সেনফোর্ড।
ভারতে এসে প্রস্তুতিটা ভালো হলো না অজিদের। প্রথমে ভ্রাট করে ওয়াটসনের ৬০ ও স্টিভেন স্মিথের ৩৬ রানে ভর করে ১৬১ রান করে অজিরা। জবাবে ড্যারেন স্যামির ২৮ বলে ৫০ ও ক্রেইগ বার্থওয়াইটের ১৪ বলে ৩৩ রানে ১ বল বাকি থাকতেই ৩ উইকট জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সূত্র : ক্রিকেট অস্ট্রেলিয়া
Leave a Reply