বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার আজকের লড়াইয়ে জয়ের বিকল্প নেই। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ ওমানের সামনে চ্যালেঞ্জিং টার্গেট দেয়ার বিকল্প ছিল না টাইগার ব্যাটসম্যানদের। তামিমের মারকুটে ব্যাটিংয়ে ওমানের সামনে এখন ১৮০ রানের পাহাড়।
ওই পাহাড় টপকে দলকে জয় এনে দিতে মাঠে নামেন ওমানের ওপেনিং জুটি জিশান মাহমুদ ও খাওয়ার আলী।
তবে টাইগার বোলার তাসকিনের দুর্দান্ত শুরুতে হোঁচট খান জিশান। দলীয় ও ব্যক্তিগত শূন্য রানে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি।
এর পর চতুর্থ ওভারে ওমান দলের অপর ওপেনার খাওয়ার আলীকে ফেরান আল আমিন। মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি করেন ৮ রান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেটে ৩৫ রান করেছে ওমান। ক্রিজে রয়েছেন যতীন্দর সিং ও আদনান ইলিয়াস।
বিকালের আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে বৃষ্টি হানার পর ধর্মশালার রাতের ম্যাচ নিয়েও ছিল সংশয়। এ অবস্থায় টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওমান। বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে মাঠে নামেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
তামিমের রেকর্ডময় ম্যাচে ১০৩ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ ১৮০ রানের সংগ্রহ গড়ে তোলে। দলের পক্ষে দ্বিতীয় সবোর্চ্চ ৪৪ রান করেন সাব্বির রহমান।
Leave a Reply