বাছাইপর্বে নেদারল্যান্ডস ও ওমানকে হারিয়ে টি২০ বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছেন মাশরাফিরা; যার পোশাকি নাম ‘সুপার টেন’। সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ১৬ মার্চ কলকাতার ইডেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এরইমধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল উড়াল দিয়েছে কলকাতার পথে। সোমবার দুপুর দেড়টার দিকে ধর্মশালা থেকে দিল্লির উদ্দেশে রওয়ানা দেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখানে থেকে কলকাতা আসবে মাশরাফি ব্রিগেড। সবাই দলের সাথে থাকলেও বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে দলের সাথে যাচ্ছেন না পেসার তাসকিন আহমেদ।
চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে দ্রুতই দলের সাথে যোগ দেবেন তিনি। তাসকিনে সাথে রয়েছেন বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আগামী ১৬ মার্চ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে এই দুই দল।
আগামী ১৭ মার্চ কলকাতা ছাড়বে বাংলাদেশ দল। কারণ দ্বিতীয় ম্যাচে ২২ মার্চ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়া বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। ২৫ মার্চ সেখানেই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
২৬ মার্চ আবার কলকাতার বিমানে উঠবে টাইগাররা। সুপার টেনের শেষ ম্যাচে আবার ইডেনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৮ মার্চ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় ম্যাককালামদের বিপক্ষে মাঠে নামবে মাশরাফির দল।
Leave a Reply