বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ‘ডাবল’ ছুঁয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে এই অলরাউন্ডার ৫০ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ১ হাজার রান।
সাকিবের আগে টি-টোয়েন্টিতে এই ‘ডাবল’ ছিল কেবল পাকিস্তানের শহীদ আফ্রিদির। তবে মাইলফলক ছুঁতে আফ্রিদির লেগেছিল ৬৯ ম্যাচ। সাকিবের লাগল ৫১ ম্যাচ।
বুধবার কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে ৩ রান করার পরই ব্যাক্তিগত হাজার রান পূর্ণ করেন সাকিব। টি-২০ তে এখন পর্যন্ত সাকিব ৬১টি উইকেট সংগ্রহ করেছেন। রান করেছেন ১০৪৬।
বুধবার পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৫১ তম টি-২০ ম্যাচে সাকিব ৪০ বলে ৫১ রান করে অপরাজিত ছিলেন।
রেকর্ডটা হতে পারতো বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষেই। সেই ম্যাচে না হলেও সুপার টেনের প্রথম ম্যাচেই অসাধারন এই মাইলফলক পেরিয়ে গেলেন সাকিব।
সুপার টেনের প্রথম ম্যাচে আফ্রিদির করা অষ্টম ওভারের পঞ্চম বলে এক রান নিয়েই অনন্য এই রেকর্ডে নিজের নাম লিখালেন সাকিব।
এর আগে ওমানের বিপক্ষে প্রথম বাংলাদেশী হিসেবে হাজার রানের কোটা পূর্ণ করেন তামিম ইকবাল।
Leave a Reply