ক্রিস গেইলের দিনে পরিসংখ্যান কিংবা পূর্ভাবাস কোনো কাজে আসে না। এমন বাস্তবতার আরেকবার সাক্ষী হলেন ইংলিশরা। গেইলের ঝড়ো শতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে তারা।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮২ রানের বড় স্কোর গড়ে ইংল্যান্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে এটি নিঃসন্দেহে বড় স্কোর। কিন্তু প্রতিপক্ষ দলে যদি গেইলের মতো ব্যাটসম্যান থাকেন, এ স্কোরও নিরাপদ নয়- ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান এ কথা বলতেই পারেন।
এদিন জো রুটের ৪৮, জস বাটলারের ৩০ এবং শেষ দিকে ইয়ন মরগানের ১৪ বলে ২৭ রানের ঝড়ো ইনিংসে ১৮২ রানের বড় সংগ্রহ গড়ে ইংলিশরা।
কিন্তু ক্যারিবীয় ‘হ্যারিকেন’ গেইলের ঝড়ে এ লক্ষ্য মামুলি হয়ে যায়। ছয় ওভার বাকি থাকতেই এই হার্ডহিটার খেলার ফল অনেকটা নিশ্চিত করে ফেলেন। গেইল ৪৮ বলে ১১ ছক্কা আর ৫ চারে ১০০ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন।
শুরুতে মারলন স্যামুয়েলসের ২৭ বলে ৩৭ রানও এ জয়ে অবদান রেখেছে। শেষ পর্যন্ত ৬ উইকেট ও ১১ বল হাতে রেখেই অনেকটা হেসেখেলে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
দুর্দান্ত ব্যাটিং শো’র জন্য ম্যাচসেরার পুরস্কার উঠেছে গেইলের হাতেই।
Leave a Reply