বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগের পরদিন বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন ড. আতিউর রহমান।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার পতদ্যাগ করেন বিশিষ্ট এ অর্থনীতিবিদ।
২০০৯ সালের ১ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগ দেওয়ার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ছিলেন। এ বিভাগে তিনি যোগ দিয়েছিলেন ২০০৬ সালে।
গভর্নর পদ থেকে পদত্যাগ-পরবর্তী সংবাদ সম্মেলনে আতিউর রহমান শিক্ষকতায় ফিরে যাওয়ার কথা বলেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. আবু ইউসুফ সমকালকে জানান, আতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন অবস্থায় ডেপুটেশনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যোগ দেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে আবার যোগ দিলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালনের আগে আতিউর রহমান জনতা ব্যাংকের চেয়ারম্যান, সোনালী ব্যাংকের পরিচালকসহ আর্থিক খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) দীর্ঘদিন গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেন। অর্থনৈতিক উন্নয়ন, বিশেষত ক্ষুদ্র অর্থায়নের ওপর তার বেশ কিছু গবেষণাকর্ম রয়েছে।
Leave a Reply