ক্রিকেট ভূ-স্বর্গ কলকাতার ইডেন গার্ডেন থেকে পরাজয়ের স্মৃতি নিয়ে ব্যাঙ্গালুরে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাশরাফিরা কলকাতা ছাড়েন। দুপুর ১টার দিকে তারা ব্যাঙ্গালুর পৌঁছান।
আগামী ২১ মার্চ ব্যাঙ্গালুরে টি ২০ বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ২৩ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা।
এছাড়া ২৬ মার্চ সুপার টেনে গ্রুপপর্বের সর্বশেষ ম্যাচে বাংলাদেশ ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে।
ব্যাঙ্গালুরে বৃহস্পতিবার মাশরাফিরা বিশ্রাম করবেন। আগামীকাল শুক্রবার অনুশীলন করবে।
কলকাতা ছাড়ার আগে অধিনায়ক মাশরাফি অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ সময় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, খেলায় জয়-পরাজয় থাকে। দিনটা আমাদের ছিল না বলে পাকিস্তান জিতেছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তার সেরাটা দিয়ে জয়ের ধারায় ফিরবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খালেদ মাহমুদ সুজন বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। অনেকগুলো ম্যাচ জেতার পর আমরা হারলাম। পাকিস্তানের বিপক্ষে টানা ৫ ম্যাচ জয়ের পরে হারলাম। সামনের তিনটা ম্যাচে নিজেদের সেরাটা দিতে হবে।’
উল্লেখ্য, টি ২- বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স করলেও সুপার টেনের প্রথম ম্যাচে গতকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানে হেরে যায় বাংলাদেশ।
শেষ চারে যেতে হলে বাংলাদেশকে অবশ্যই সুপার টেনের পরবর্তী তিন ম্যাচের দুটিতে জিততে হবে। একই সঙ্গে নেট রানরেটও বাড়াতে হবে।
Leave a Reply