ভারত-পাকিস্তান ম্যাচ মানেই টান টান উত্তেজনা। মাঠে বল গড়ানোর আগেই এই ম্যাচ নিয়ে চায়ের কাপে ঝড় ওঠে।
কলকাতার ইডেন গার্ডেনে ১৯ মার্চ অনুষ্ঠিত হচ্ছে আগুনে ম্যাচটি।
৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে খেলা দেখার জন্য আবেদন করেছেন প্রায় ৫ লাখ ক্রিকেটপ্রেমী।
আইসিসির সিদ্ধান্তের কারণে কোনও কাউন্টারেই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে না। নানা সমীকরণের এ ম্যাচটিকে স্টেডিয়ামে বসে দেখতে দর্শকরা অনলাইনে আবেদন করেছেন।
বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা জানান, যত মানুষ টিকিটের জন্য আবেদন করেছেন তার জন্য আরও কয়েকটি স্টেডিয়াম প্রয়োজন।
তিনি বলেন, টিকিটের জন্য যত আবেদন পড়েছে, তাতে স্টেডিয়ামে জায়গা হবে না। প্রায় ৫ লাখ মানুষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিটের জন্য আবেদন করেছে।
এই ম্যাচের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০, ১০০০ ও ১৫০০ রুপি।
Leave a Reply