বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের সময় ৩০ জুন পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করেছে গ্রামীণফোন।
বুধবার বিকেলে মোবাইল ফোন অপারেটরটির পক্ষ থেকে এ আবেদন বিটিআরসিতে জমা দেওয়া হয়।
বিটিআরসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২৬ এপ্রিল পর্যন্ত মোট গ্রাহকের ৬১ শতাংশের নিবন্ধন সম্পন্ন হয়েছে।
এ ব্যাপারে অ্যাসোসিয়েশন অব মোবাইল ফোন অপারেটরসের (অ্যামটব) মহাসচিব ও প্রধান নির্বাহী টিআইএম নুরুল কবীর সমকালকে বলেন, শুধু গ্রামীণফোন নয়, অন্য অপারেটরদের পক্ষ থেকেও একই আবেদন করা হয়েছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৮ কোটির বেশি গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেছেন। গ্রাহকদের মধ্যে স্বতঃস্ফূর্ত নিবন্ধন করার আগ্রহ রয়েছে। এ বিবেচনায় সময় আরও বাড়ানো উচিত।’
গত ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হয়। আগামী ৩০ এপ্রিল নিবন্ধনের শেষ তারিখ নির্ধারিত রয়েছে।
Leave a Reply