বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফের সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। কামরুল আশরাফ খান পোটন এমপিকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সভাপতি হলেন তিনি।
চার বছর পর শনিবার অনুষ্ঠিত হল বাফুফের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। নির্বাচনে কামরুল আশরাফ খানকে ৮৩-৫০ ভোটে হারিয়েছেন সালাউদ্দিন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন কাজী সালাউদ্দিন এবং কামরুল আশরাফ খান পোটন। তবে আরও দুই সভাপতি প্রার্থীর নাম ব্যালট পেপারে ছিল। তারা হলেন গোলাম রাব্বানী হেলাল ও নুরুল ইসলাম নুরু।
হেলাল সালাউদ্দিনকে এবং নুরু পোটনকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছিলেন। সিনিয়র সহসভাপতি পদে আবদুস সালাম মুর্শেদী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সহ সভাপতি পদে জিতেছেন- কাজী নাবিল হোসেন (৯২), বাদল রায় (৭৩), মহিউদ্দিন আহমেদ মহি (৭২) এবং তাবিথ আউয়াল (৬৬)।
এর আগে ২০০৮ সালের নির্বাচনে মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরীকে ৬২-৪৯ ভোটে পরাজিত করেন কাজী সালাউদ্দিন। ২০১২ সালে সভাপতি পদপ্রার্থী আবদুর রহিম মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে ফিফা পর্যবেক্ষক মণিলাল ফার্নান্ডো সালাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করেন। –
Leave a Reply