বিতর্ক যেন পিছু ছাড়ছে না বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির। বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে অন্যায্য সিদ্ধান্ত সহ নানা বিতর্কিত সিদ্ধান্তের কারণে নিজেদের অবস্থান বেশ নড়বড়ে করে দিয়েছে সংস্থাটি।
বিভিন্ন সময় সংস্থাটির বিতর্কিত আচরণের জন্য ভারতকেই দায়ী করেছে সহযোগী বিভিন্ন দেশের প্রতিনিধি এবং সাবেক ক্রিকেটাররা।
এই ধারাবাহিকতায় এবার আইসিসির কর্মকাণ্ড বিতর্কিত এবং সংস্থাটি ভারতকে অনৈতিক সুবিধা দেয় বলে অভিযোগ তুললেন সাবেক ক্যারিবীয় ক্রিকেটার ভিভ রিচার্ডস।
আইসিসির পক্ষ থেকে টি২০ বিশ্বকাপে ওয়েস্টইন্ডিয়ান ক্রিকেটারদের আচরণের সমালোচনা করার পরই কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস এ তোপ দাগেন।
তার দাবি, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থায় ভারতের জন্য একরকম নিয়ম আর বাকি সব দলের জন্য অন্য নিয়ম।
তিনি রেফারেল সিস্টেম নিয়ে ভারতের আপত্তির কথা উল্লেখ করে বলেন, ‘আইসিসি যদি ক্রিকেটের নিয়ামক সংস্থা হয়, তাহলে সব দেশকেই নিয়ম মানতে হবে। কিন্তু ভারত বছরের পর বছর ধরে কিছু নিয়ম মানছে না। আইসিসির গভর্নিং বডিতে ভারতের ক্ষমতা বেশি বলেই তারা এই ছাড় পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আইসিসি এমন জায়গায় নিজেদের নিয়ে যেতে চাইছে, যেখানে ওদের মনমতো কিছু না করতে পারলে, যা খুশি হতে পারে। নিয়ন্ত্রণ বা পরিচালনার নিরিখে ক্রিকেট বিশ্বের দিকে চোখ বোলালে দেখা যাবে, সেখানে নিয়মটা কয়েকজনের জন্য। বাকিরা সেটার বাইরে।’
Leave a Reply