সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দেশরতœ শেখ হাসিনা ২য় তলা ভবনের থেকে ৩য়, ৪র্থ ও ৫ম তলা পর্যন্ত সরকারী ভাবে ভবন সম্প্রসারণ করা হবে। ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে। এছাড়া কলেজ গভর্ণিংবডির শিক্ষানুরাগী সদস্য আব্দুল জব্বার জলিল এর অর্থায়নে নির্মাণাধীন অডিটোরিয়াম ১তলা ভবনের কলেজ ফান্ডের অর্থায়নে ২য় তলা ভবন নির্মাণ করা হবে। কলেজের অর্থায়নে কলেজে সিসি ক্যামেরা. শিক্ষক-শিক্ষার্থীদের হাজিরার জন্য ফিঙ্গার মেশিন স্থাপন করা এবং রাতে কলেজের নিরাপত্তার জন্য সোলার প্লান্ট স্থাপন করা হবে। কলেজ গভর্ণিংবডির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২৭ মে শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের গভর্নিংবডির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, শিক্ষক, অভিভাবকরা আন্তরিকতায় কলেজটি দিন দিন উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। কলেজটি সরকারীকরণের প্রক্রিয়া চলছে। ইনশাআল্লাহ বর্তমান সরকারের আমলেই কলেজটি সরকারীকরণ করা হবে।
কলেজ অধ্যক্ষ শামসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কলেজ গভর্ণিংবডির সদস্য ডা. আব্দুল হাই, এডভোকেট ইইউ শহীদুল ইসলাম শাহীন, আলহাজ¦ মইনুল ইসলাম, আব্দুুল জব্বার জলিল, ড. আর কে ধর, শাহ নিজাম উদ্দিন, আব্দুস ছালাম মর্তু, শাহানা বেগম ও অধ্যাপক মুহিবুর রহমান প্রমুখ।
Leave a Reply