জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের ভোট চলাকালে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে।
শনিবার ইউপি নির্বাচনের পঞ্চম ধাপের ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে বাহাদুরাবাদ ইউনিয়নের ফুটারচর মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহাদুরাবাদ ইউনিয়নের কুতুবের চর গ্রামের জিয়া (৩২), একই গ্রামের নবম শ্রেণির ছাত্র নবীরুল ইসলাম (১৫), শেখপাড়া গ্রামের নুরুল ইসলাম (৫০) ও একই গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র মাজে মিয়া (১৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোট চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে ফুটারচর মাদ্রাসা কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীর কর্মী-সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা প্রায় ৫০ রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তারা জানান, সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Leave a Reply