এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উদ্যোগে বিগত ৬ মে শুক্রবার ঢাকা’ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে ‘‘শিশু শ্রম বন্ধে আমাদের করণীয়’’ শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মাদার তেরেসা এ্যাওয়ার্ড-২০১৬ প্রদান আয়োজিত অনুষ্ঠানে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আইন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর জুরিবোর্ড তাকে মাদার তেরেসা এ্যাওয়ার্ড-২০১৬ প্রদানে ভূষিত করেন।
এশিয়া হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এড. হান্নান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কবি শফী রুজি।
এছাড়াও শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে গত ২৭ মে ২০১৬ শুক্রবার বাংলাদেশ সুপ্রমীম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শেরে বাংলার ৫৪তম মৃত্যৃবার্ষিকী উপলক্ষে ‘‘শেরে বাংলার কর্মময় জীবন’’ শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শেরে বাংলা পদক-২০১৬ প্রদান অনুষ্ঠানে জুরী বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক আইন ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এডভোকেট শাহ আশরাফুল ইসলামকে শেরে বাংলা পদকে ভূূষিত করা হয়।
Leave a Reply