আকাশি-সাদা জার্সি পরে ক্যারিয়ারে চারটা আন্তর্জাতিক ফাইনাল খেললেন। চারবারই হারলেন।
প্রথমবার হেরেছিলেন ২০০৭ সালের কোপা। তারপর ২০১৪ সালের বিশ্বকাপ। আর এরপর ২০১৫ ও ২০১৬ সালের কোপা।
নিজেকে আর ধরে রাখতে পারলেন না লিওনেল মেসি। দুঃখ-কষ্ট আর আবেগ থেকে অবসরই নিয়ে ফেললেন!
অবসর ঘোষণার সময় যা বললেন, সেগুলো হুবহু তুলে দেওয়া হলো।
‘জাতীয় দলের অধ্যায় আমার জন্য শেষ। চারটা ফাইনাল হয়ে গেল। আমার এতটা প্রাপ্য ছিল না। আমি চেষ্টা করেছি। এই জিনিসটা আমি সবচেয়ে বেশি চেয়ে এসেছি। কিন্তু আমি পেলাম না। সুতরাং আমার মনে হয়, এটাই শেষ। ড্রেসিংরুমে ফিরে সবাইকে বললাম, মনে হয় এটাই শেষ আমার জন্য। কঠিন মুহূর্ত। ব্যাখ্যা করার সময় এটা নয়। আমি খুব হতাশ। সবচেয়ে হতাশার হলো, আমি টাইব্রেকারের কিকটা মিস করেছি। আমার মনে হয়, চলে যাওয়াটাই ভালো হবে। প্রথমত আমার জন্য। তারপর অন্য সবার জন্য। সবাই শিরোপা জিততে দেখতে চেয়েছিল আমাদের। তারা অনিবার্যভাবেই কষ্ট পেয়েছে। আরেকটা ফাইনালে পৌঁছে জিততে না পেরে আমরাও কষ্ট পাচ্ছি। এখানেই তাই শেষ। আমি যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু সেটা পারলাম না। হলো না। আর্জেন্টিনার হয়ে চ্যাম্পিয়ন না হতে পারার বেদনা যে কারও চেয়ে আমাকে অনেক বেশি পীড়া দেয়। কিন্তু তার পরও ব্যাপারটা এভাবেই ঘটে চলেছে। এমনটা হওয়ার কথা ছিল না এবং দুর্ভাগ্যবশত শিরোপা না জিতেই আমাকে চলে যাচ্ছি।’
অবসরের ঘোষণায় যা বললেন মেসি
Leave a Reply