লাইভ টেলিকাস্ট (২)
বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল
ওরা বীরের সন্তান, ফসল ফলায় মাঠে,
হাতুড়ী চালায় ফ্যাক্টুরী, লেদ মেশিন, কারখানাতে।
মাছ ধরে নদী-হাওড়, খাল-বিল, সাগরেতে।
ওরা খন্তি চালায় রেলে, রাস্তায়, ঢালাই বসাতে।
ওরা কোদাল চালায় পুকুর, রাস্তা, বাঁধ নির্মাণ করতে,
ওরা কাঠের উপর পেড়েক ঠুকায় চেয়ার, আলমারী, দরজায়,
ওরা গাড়ী, সি.এন.জি., রিক্সা চালায় ট্রেন ও বাস। একটি কাজ
পারেনা শুধু কলম চালাতে।
তবুও তারা ফসল ফলায়, কাটে ধান, মাড়ে ধান, চালাই করে,
খোরাক জোগায় কলম চালানো মাস্টার, মওলানা, জজ সাহেবদের
মাছ ধরতে চলে যায় ওরা, গভীর সাগর, সুদুর হাওরে।
রোজ রোজ মরে ওরা উত্তাল হাওর, নদী ও গভীর সাগরে।
কেদারা-কুরসী, টেবিল, কাঠ-পালঙ্ক তৈরী করে,
বসেনা একদিনও, ঘুমায় না একটি রাত্রিও ভুলে।
ঘুমালে যদি চলে যায় পদ্মার ইলিশ দূর মরণ সমুদ্রে!
ওরা মরণকে ভয় করে না।
মরণকে ভয় করিলে জীবন চালাবে কে?
জীবন জয় করতে ওরা মরণ ভয়কে ভুলে গেছে আজি।
ওরা গার্মেন্টস, ফ্যাক্টরিতে কাজ করে, বুনে শীতল পাটি,
ঘুমায় যেন আরামে-
মোদের প্রাণের মালিক, শিক্ষিত জজ, উকিল, ডাক্তার, মাস্টারের দল।
এই শিক্ষিতদের চরণ ধোয়াতে ওদের আজ নাভিশ্বাস উঠেছে।
ওরা চায় সকল শিশুই শিক্ষিত হোক-
শুধু চায় আপন শিশুটি অশিক্ষিত থাকুক।
Leave a Reply