ফুটবলে দিয়েগো ম্যারাডোনা নামটি খুবই বর্ণিল এবং উজ্জ্বল একটি নাম। প্রায় সময়েই তিনি ছিলেন নানা আলোচনা-সমালোচনায়। কখনো নায়কোচিত ভূমিকায় হয়েছেন প্রশংসার পাত্র, কখনো মাদকের অন্ধকারে ডুবেছেন নিজে, ডুবিয়েছেন নিজের সকল কীর্তিকে। আবার ফিরেছেন স্বাভাবিক জীবনে।
তার জীবনের এই উত্থান পতনের নানা দিক নিয়ে এবার তৈরি হচ্ছে টিভি সিরিয়াল।
আর্জেন্টিনার টিভি চ্যানেল ‘তেলেফে’ সিরিয়াল তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে।
এদিকে চ্যানেল কর্তৃপক্ষের উদ্যোগকে স্বাগত জানিয়ে ‘ফুটবল-ঈশ্বর’ ও জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনা বলেন, ‘আমার জীবন নিয়ে প্রতি মাসে ১০০টা এপিসোড করা সম্ভব। আমি যে ধরনের জীবনযাপন করেছি, তা যে কারো কল্পনারও বাইরে। তেলেফে সারা বিশ্বের জন্য এ প্রকল্প হাতে নেয়ায় আমি আনন্দিত ও উজ্জীবিত।’
চ্যানেলটির অন্যতম পরিচালক তমাস ইয়াঙ্কেলেভিচ বলেছেন, ‘সর্বকালের সেরা খেলোয়াড় আর সম্ভবত বিশ্বের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্বর জীবনী পর্দায় ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ অবিশ্বাস্য।’
তবে জীবনীভিত্তিক টিভি সিরিয়ালের অভিনেতাদের নাম বা কবে নাগাদ শুরু হবে, তা জানাতে পারেনি তেলেফে কর্তৃপক্ষ।
Leave a Reply