অনলাইন ডেস্ক:হোয়াটসঅ্যাপে একই রকম দেখতে টেক্সট পাঠাতে পাঠাতে ক্লান্ত হয়ে গিয়েছেন? এবার আর চিন্তা নেই। আপনার একঘেয়েমি কাটাতে কিছু বৈচিত্রের সুযোগ এনে দিল হোয়াটসঅ্যাপ।
হোয়াটস অ্যাপে চ্যাটিং করার সময় এতদিন ফ্রন্ট নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারতেন না। এবার নতুন ফিচার্সের মাধ্যমে হোয়াটস অ্যাপেও নিজের ইচ্ছামতো ফ্রন্ট বদলাতে পারবেন। নতুন ফ্রন্ট হোয়াটস অ্যাপের অ্যান্ড্রয়েডের v2.16.179 বেটা ভার্সনে পাওয়া যাবে। তবে এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য।
লেখার কোনও অংশ ‘বোল্ড’ করতে চাইলে ওই অংশের শুরুতে এবং শেষে স্টার (*), ‘ইটালিক’ করতে লেখার অংশের শুরুতে এবং শেষে আন্ডারস্কোর (_), ‘স্ট্রাইকথ্রু’ করতে ওই অংশের শুরুতে এবং শেষে টিল্ড (~). ‘ফন্ট’ বদলাতে ওই অংশের শুরুতে এবং শেষে চারবার ব্যাককোট (`) টাইপ করুন।
Leave a Reply