কয়েকদিনের মধ্যেই পর্দা উঠতে যাচ্ছে রিও অলিম্পিকের। তবে এর আগেই ডোপ কেলেংকারিতে টালমাটাল ভারত শিবির।
কুস্তিগীর নরসিংহ যাদবের পর ডোপ টেস্টে ব্যর্থ হলেন শটপাটার ইন্দরজিৎ সিংহ।
গত শুক্রবার নেয়া ইন্দরজিতের মূত্র নমুনাতে নিষিদ্ধ উপাদান পেয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা)।
অবশ্য নিজেকে প্রমাণের জন্য আরেকটি সুযোগ পাবেন ইন্দরজিৎ। নিয়মানুযায়ী তার প্রথম নমুনার সঙ্গে আরেকটি মূত্র নমুনা নিয়ে রেখেছে নাডা।
সাত দিনের মধ্যে ইন্দরজিতের ‘বি’ নমুনাও পরীক্ষা করা হবে। তবে সেখানেও যদি নিষিদ্ধ উপাদান পাওয়া যায় তাহলে সবোর্চ্চ চার বছরের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়বেন তিনি।
তবে ফলাফল প্রত্যাখান করে ইন্দরজিৎ জানান, জাতীয় ক্রীড়া সংস্থা কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খোলাতেই তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।
এদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিকভাবে ইন্দরজিতের নমুনাতে নিষিদ্ধ অ্যান্ড্রোস্টেরন ও এটিওকোলেনোলোন পাওয়া গেছে।
২০১৪ সালে এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক জিতেছিলেন ইন্দরজিৎ।
এর আগে ফ্রি স্টাইল কুস্তিগীর নরসিংহ যাদব ডোপের দায়ে নিষিদ্ধ হয়েছেন।
Leave a Reply