নরসিংদীতে স্কুলছাত্র অয়ন হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করেছে আদালত।
বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক শামীম আহাম্মদ এ রায় দেন। আসামিদের চারজন এসময় আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সজিব খান (২২), শাকিল মিয়া (১৮), ইমরান মিয়া (২০), শামীম ওসমান (১৯) ও রুবেল মিয়া (১৮)। এর মধ্যে ইমরান পলাতক রয়েছেন।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের এই রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নরসিংদীর রাষ্ট্রপক্ষের কৌঁসুলী রিনা দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসিবুল হাসান অয়ন নরসিংদীর পূর্ব ভেলানগরের সোহবার হোসেনের ছেলে। সে ব্রাহ্মন্দী কে. কে. এম. সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ মে সন্ধ্যায় বাসার সামনে খেলার সময় অয়নকে অপহরণ করা হয়। পরের দিন অপহরণকারীরা ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করে। ফোনের সূত্র ধরে চারজনকে আটক করে পুলিশ।
আটককৃতদের স্বীকারোক্তি অনুযায়ী তিন দিন পর ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীর শহীদ ময়েজউদ্দিন সেতুর নীচ থেকে বাক্সবন্দি অবস্থায় অয়নের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রথমে অপহরণ ও পরে হত্যা মামলা দায়ের করেন অয়নের বাবা।
রায় পেয়ে খুশি নিহত স্কুল ছাত্র আয়নের পিতা সোহরাব হেসেন। তিনি বলেন, ছেলেকে ফিরে না পেলেও সকলের সহযোগীতায় ছেলে হত্যার বিচারের রায় পেয়েছি। এখন সরকারের কাছে আমার একটাই দাবি, এসব খুনিদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করা হয়।
Leave a Reply