রাজধানীর কল্যাণপুরে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯ জনের মধ্যে ৭ জনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
নিহতরা হলেন- দিনাজপুরের বল্লবপুর গ্রামের মো. সোহরাব আলির ছেলে আব্দুল্লাহ (২৩), পটুয়াখালীর কুয়াকাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে আবু হাকিম নাইম (৩৩), ঢাকার ধানমণ্ডি এলাকার রবিউল হকের ছেলে তাজ-উল-হক রাশিক (২৫), ঢাকার গুলশান এলাকার সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান (২৪), ঢাকার বসুন্ধরা এলাকার তৌহিত রউফের ছেলে সাজাদ রউফ অর্ক (২৪), সাতক্ষীরার ওমরপুর গ্রামের নাসির উদ্দিন সরদারের ছেলে মো. মতিয়ার রহমান (২৪) ও নোয়াখালীর পশ্চিম মাইজদী গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে মো. জোবায়ের হোসেন (২০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই সাতজনের ছবিসহ পরিচয় তাদের ওয়েবসাইট ডিএমপি নিউজে বুধবার সন্ধ্যায় প্রকাশ করে।
প্রসঙ্গত, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতের পর কল্যাণপুরের ‘জাহাজ বিল্ডিংয়ে’ জঙ্গিবিরোধী অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানের শুরুতে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে ওই ভবনে ঢোকার চেষ্টা করলে পাঁচ তলার আস্তানা থেকে কয়েকজন জঙ্গি নেমে এসে ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে গুলি ছুড়তে শুরু করে বলে জানায় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে গোলাগুলির মধ্যে এক জঙ্গি আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এরপর সোয়াট বাহিনীর নেতৃত্বে মঙ্গলবার ভোর ৫টা ৫১ মিনিট থেকে এক ঘণ্টা ধরে চলে ‘অপারেশন স্টর্ম-২৬’ নামের মূল অভিযান। অভিযানের পর ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার হয়।
Leave a Reply