এবার বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সম্পাদক মো. রাশেকুর রহমানের নেতৃত্বে একটি দল শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিকের পরিবারকে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে তিন সদস্যের এ দলটি কিশোরগঞ্জে আসেন।
প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন- ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন রতন।
তারা স্থানীয় নেতাকর্মীসহ ঘটনাস্থল এবং জঙ্গি হামলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত গৃহবধূ ঝর্ণা রানী ভৌমিকের বাড়িতে যান।
এ সময় ঝর্ণা রানী ভৌমিকের পরিবারকে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাশেকুর রহমান বলেন, শোলাকিয়ায় যারা নিহত হয়েছেন তাদের কিছুটা আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্রের নির্দেশে আমরা এসেছি।
তিনি বলেন, অর্থ দিয়ে এ ক্ষতি পূরণ করা যাবে না। তবে আমরা মনে করি এর মধ্য দিয়ে সমস্ত দেশে জাগরণের সৃষ্টি হবে।
Leave a Reply