অ্যান্টিঅক্সিড্যান্ট থাকার কারণে মিন্ট অত্যন্ত কার্যকরী ভেষজ। শুধু হজমে সাহায্য করা বা ঠাণ্ডা লাগা কমাতে নয়, ক্যানসার রোখার ওষুধ হিসেবেও ব্যবহার করা যেতে পারে মিন্ট।
লক্ষ্ণৌর সেন্ট্রাল ইন্সটিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্লান্টসের বিজ্ঞানীরা জানাচ্ছেন, পুদিনা গাছে পাওয়া যায় এল-মেনথল যা অ্যান্টি-ক্যানসার ড্রাগ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই এল-মেনথল যেমন ক্যানসার কোষের বিভাজন রুখতে পারে, তেমনই শরীরের অন্যান্য অংশে এ ছড়িয়ে পড়াও রুখে দিতে পারে।
তাই ক্যানসার রোগীদের খাবার মেন্যুতে পুদিনা পাতা থাকা দরকার।
Leave a Reply