নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন শুক্রবার সচিবালয়ে নৌ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কার্যঅধিবেশনে তিনি বলেন, জরিপ ছাড়া যেন কোনো নদী থেকে বালু তোলা না হয় সে ব্যাপারেও সজাগ থাকতে হবে।কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপ্রবাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি নদীর পাড় ও বাড়িঘর ভেঙে যাচ্ছে এবং নদীর স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। এটা যাতে না করতে পারে সেজন্য ডিসিদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। ডিসিরা কোনোক্রমেই কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেবেন না।তিনি বলেন, বিআইডব্লিউটিএর পক্ষ থেকে নদীর সার্ভে করে কোন জায়গা থেকে বালু উত্তোলন করা যায় তাদের পক্ষ থেকে বলার পরেই বালু উত্তোলন করা যাবে, অন্যাথায় বালু উত্তোলন করা যাবে না।
Leave a Reply