২০২১ সালের মধ্যে প্রযুক্তি খাত গার্মেন্টশিল্পকে ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ কম্পিউটার সমিতির এক সেমিনারে তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে যেন গার্মেন্টের নিট আয়ের থেকে প্রযুক্তি খাতের নিট আয় বেশি হয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে আয়োজিত এই সেমিনারে জয় আরো বলেন, বাংলাদেশের গার্মেন্টশিল্পের নিট আয়কে ছাড়িয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছি আমরা। তবে আমাদের প্রাথমিক লক্ষ্য, ২০১৮ সালে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে যেন প্রযুক্তি খাতের আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যায়।
Leave a Reply