রায় ৫০০ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় দেশের সবচেয়ে পুরনো মোবাইলফোন অপারেটর সিটিসেল বন্ধ হয়ে যাচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বকেয়া পরিশোধে সিটিসেলকে বারবার সময় দেয়ার পরও তা পরিশোধ করেনি। এ কারণে সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
সূত্র জানায়, সিটিসেলের কাছে বিটিআরসির বকেয়ার পরিমাণ ৪৭৭ কোটি ৫১ লাখ টাকা।
এদিকে গ্রাহকসহ সিটিসেল-সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ১৬ আগস্টের মধ্যে বিকল্প ব্যবস্থা বা সেবা নেয়ার জন্য বিটিআরসির এক বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয়া হয়েছে।
এ বিষয়ে সিটিসিলের প্রধান নির্বাহী মেহবুব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে লাইসেন্স পায় সিটিসেল। প্রতিষ্ঠানটি সেবা দিতে শুরু করে ১৯৯৩ সাল থেকে। এটি ছিল দক্ষিণ এশিয়ার প্রথম মোবাইলফোন অপারেটর।
Leave a Reply