১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৮৪তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে। এবারে প্রথম পুরস্কার জিতেছে প্রত্যেক সিরিজের ০২৭০৫১২ নম্বর ও দ্বিতীয় পুরস্কার জিতেছে ০৫৫৩৩৪৮ নম্বর প্রাইজবন্ড।
রোববার সকালে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়। একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বর প্রাইজবন্ডের ড্র পরিচালিত হয়।
এবারের ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডগুলো থেকে ৪৩টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রাইজবন্ডের প্রথম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়। একইভাবে অন্য পুরস্কারগুলোও দেওয়া হয়ে থাকে।
এবারে ৪৪টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যার দুই হাজার ২৪টি প্রাইজবন্ড নম্বর পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়েছে। এবারে তৃতীয় পুরস্কার বিজয়ী প্রাইজবন্ড নম্বর দুটি হলো—০২০৯৫৬৪ ও ০৪১৩৬৯৭। আর চতুর্থ পুরস্কার বিজয়ী প্রাইজবন্ড দুটির নম্বর যথাক্রমে ০১৩২০৭৩ ও ০৫৪৫৫৪২।
পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো—০০০৪৯৫৪, ০২১৮৭১৭, ০৩৯৯২৯৯, ০৬৫৭০৯২, ০৮২১৪১০, ০০৪১৩৫১, ০২২৭২৪০, ০৪০৩৬৮৫, ০৬৭৩০৪৭, ০৮২২২৭১, ০০৭৪১৪০, ০২৬৭৩২৮, ০৪১২১৫৯, ০৭০৯৫৩৩, ০৮৩৪৬৯৫, ০১৪৪৪৪৭, ০২৬৮৬৪০, ০৫৪৬৩৯৮, ০৭১৮৮৬৭, ০৮৮৭৪০৫, ০১৭১০৩৯, ০২৯২১৮৬, ০৫৬৪৮২৭, ০৭২৭৫৯৯, ০৯১১৯৪৬, ০১৭১৩২৫, ০৩২৫৫১৯, ০৫৯২৭৭৪, ০৭৬৩২৩৫, ০৯১৫৮৩১, ০২০০৪৩৭, ০৩৩৩২৪১, ০৬৩৫১৫৭, ০৭৮১০৩৯, ০৯৩৫৫৩৪, ০২০৩৬৯০, ০৩৯৬৮৩৮, ০৬৪৫২১১, ০৮১৪৭৭৭ এবং ০৯৫৪৫৪৭।
প্রথম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ছয় লাখ ও দ্বিতীয় পুরস্কার বিজয়ীদের তিন লাখ ২৫ হাজার টাকা করে দেয়া হয়। এছাড়া তৃতীয় পুরস্কার বিজয়ী এক লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার এবং পঞ্চম পুরস্কার বিজয়ীরা পাবেন ১০ হাজার টাকা করে।
উল্লেখ্য, প্রতি তিন মাস অন্তর প্রতি মাসের শেষ কর্মদিবসে প্রাইজবন্ডের ড্র হয়ে থাকে। তবে কোনো মাসের শেষ তারিখ সাপ্তাতিক বা অন্য কোন ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে ড্র পরিচালিত হয়। এছাড়া ১৯৯৯ সালের জুলাই থেকে প্রাইজবন্ডের পুরস্কারের অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান রয়েছে।
Leave a Reply