শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এর ভাবমূর্তি উজ্জ্বল করতে নিবেদিতপ্রাণে দায়িত্ব পালনের জন্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্নীতি করে কেউ রেহাই পাবেন না। কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষামন্ত্রী আজ রবিবার মাউশি প্রধান কার্যালয় শিক্ষাভবন চত্বরে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক অনুষ্ঠানে বক্তৃতায় এ নির্দেশ দেন।
মাউশির মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ‘শিক্ষার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস ও ড. মোল্লা জালাল উদ্দিন এবং প্রকল্প পরিচালক শ্যামা প্রসাদ ব্যাপারীও বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিওভুক্তকরণ, শিক্ষক-কর্মচারীদের বদলিতে দুর্নীতি নিয়ে পত্রপত্রিকাসহ গণমাধ্যমে নানা খবর প্রচারিত হয়। মাউশির মতো শিক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশব্যাপী বিস্তৃত একটি অধিদপ্তরের এ ধরনের দুর্নাম মেনে নেয়া যায় না
Leave a Reply