সিলেট দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের উদ্যোগে গতকাল ১ আগস্ট সোমবার সকাল সাড়ে ১১টায় কলেজের সামনে চন্ডিপুল এলাকায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
কলেজ অধ্যক্ষ শামছুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ কোন ধর্মেই গ্রহণযোগ্য নয়। এ পথে যারা পা বাড়ায় তারা রাষ্ট্র সমাজ ও মানবতার শত্রæ। তারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে আমাদের তরুণ সমাজকে বিপথগামী করছে। ইসলামে জঙ্গিবাদের কোন ঠাঁই নেই। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহযোগি অধ্যাপক শাহানা বেগম, মোঃ আশরাফুল হক, রাহেনা হক, সালমা ইয়াসমিন, রনক জাহান বেগম, মতিলাল দাশ, মোঃ মুহিবুর রহমান, মোঃ আতাউর রহমান, প্রভাষক জয়নুল ইসলাম, শ্যামলী চক্রবর্তী, সুভাষ চন্দ্র সাহা, মোঃ শফিকুল ইসলাম, নাফিস সাকিনা, কাজরী রানী ধর, কানিজ ফাতেমা, সুপ্তা রানী চৌধুরী, পলাশ রঞ্জন দাস, আমিনুর রহমান, সাহেদ আহমদ, মোহাম্মদ আব্দুল বাতেন, উর্মি লাবনী চক্রবর্তী, আলতাফ হোসেন, ফাতেমা খানম, শাহরিয়ার খান, হুমায়রা বেগম মনি, বিশ^জিৎ দাম, মাহবুবা বেগম, মোঃ আতাউর রহমান ভ‚ঞা, শিল্পী মালাকার, শুকরিয়া জাহান, দীপক চন্দ, নূরজাহান খাতুন, মাহবুবা আক্তার, মোঃ গিলমান আলী, আব্দুন নূর শামীম, খালেদ আহমদ, সাইফুর রহমান, নন্দন কর্মকার, নুসরাত ফাতেমা, নূরুজ্জামান কোরেশী, সৈয়দা মোমেনা বেগম লিমু, রেজওয়ানা তসনিম, মোস্তাফিজুর রহমান, সুমন রায়, মোঃ মুহিবুর রহমান, ছামিয়া তাহসিন আলম, পলি সেনাপতি, ফাহমিদা বেগম লুবনা, শাহ আলম, প্রদর্শক নাজনীন খান ইভা, মুহাম্মদ আব্দুছ ছাত্তার, সহ গ্রন্থাগার বিপ্লব কুমার দাশ। বিজ্ঞপ্তি
Leave a Reply