সিলেট দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গতকাল ১ আগস্ট সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের সামনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএইচএম ইসরাইল আহমদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন ও সৈয়দ নেছার আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মিসেস সুলতানা জাহান, মোঃ আব্দুস সালাম, অর্পণা দাস, এস এম আব্বাস উদ্দিন, রিয়াদ উদ্দিন চৌধুরী, লুৎফুর রহমান চৌধুরী, ছায়রা বানু, নাজমা বেগম, ইয়াছমিন বেগম, কামিনী খাতুন, খালেদ হোসেন, স্বপ্না ভট্টাচার্য্য, রাহেলা হামিদ, শাখেলী বেগম, আব্দুল কাদির প্রমুখ। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানব বন্ধনে বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সাম্প্রতিক জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহŸান জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের প্রতিটা ঘরে ঘরে ঘৃণ্য এই জঙ্গিবাদ তৎপরতা রুখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা স্কুল-কলেজ, বিশ^বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের প্রতি আরো বেশি মনোযোগী হওয়ার জন্য পিতা-মাতা সহ সকল বিবেকবান মানুষকে সচেষ্ট থাকার আহŸান জানান। বক্তারা আরো বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদে যারা পা বাড়ায় তারা রাষ্ট্র সমাজ ও মানবতার শত্রæ। যারা ইসলামের অপব্যাখ্যা দিয়ে আমাদের তরুণ সমাজকে বিপথগামী করছে সেসব সন্ত্রাস ও জঙ্গিবাদের মোকাবেলায় সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি
Leave a Reply