এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৮ অগাস্ট প্রকাশ করা হবে।
সোমবার বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মন্ত্রী জানান, ওই দিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হবে। পরে দুপুর থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।
এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। ৯ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।
Leave a Reply