বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কিনবে ভুটান। সোমবার ভুটানের রাজধানী থিম্পুতে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে বৈঠকে সে দেশের তথ্য ও যোগাযোগমন্ত্রী ডিএন ডুঙ্গায়েল এ কথা জানিয়েছেন।
বৈঠকের পর প্রতিমন্ত্রী তারানা হালিম টেলিফোনে সমকালকে জানান, আগামী দুই মাসের মধ্যে ভুটানের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। ওই সফরে কী পরিমাণ ব্যান্ডউইথ নেবে এবং দর কত হবে, তা ঠিক করা হবে। তিনি জানান, ভুটানে ব্যান্ডউইথ রফতানির প্রক্রিয়া চলতি বছরের মধ্যেই চূড়ান্ত হবে বলে তিনি আশা করছেন।
বর্তমানে বাংলাদেশ সি-মি-ইউ-৪ সাবমেরিন কেবলের মাধ্যমে ২০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাচ্ছে, যার মাত্র ৬০ জিবিপিএস অভ্যন্তরীণ কাজে ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি ১০ জিবিপিএস ভারতের ত্রিপুরায় রফতানি শুরু হয়েছে। এ ছাড়া বাংলাদেশ সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হলে আরও প্রায় এক হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ পাবে।
Leave a Reply