যশোরের কেশবপুরে মামলার পর এবার হামলাকারী আসামিকে গ্রেফতারের দাবিতে আদালত এলাকায় অবস্থান নিয়েছে আলোচিত সেই আহত হনুমানটি।
সোমবার দুপুরে আইনজীবি সমিতির কক্ষে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা সেখানে অবস্থান নেয় হনুমানটি।
বিষয়টি উপলব্ধি করে আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামিকে দ্রুত গ্রেফতারে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এদিকে সুষ্ঠু তদারকির অভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে আহত হনুমানটি। গত ২১ জুলাই আদালত এলাকায় তাকে আহত হলেও বেশ স্বাস্থ্যবান দেখাচ্ছিল। তবে সোমবার সে তুলনায় হনুমানটিকে বেশ দুর্বল ও বিষন্ন দেখা যায়।
প্রসঙ্গত, খাদ্যভাবে কেশবপুরের কালোমুখো হনুমান দীর্ঘদিন যাবৎ দল বেঁধে চলে যাচ্ছিল দেশের প্রত্যন্ত এলাকায়। বেশ কিছু দিন আগে থেকে পাইকগাছার বিভিন্ন এলাকায় তাদের একটি দলকে অবস্থান করতে দেখা যাচ্ছিল। যাদের মধ্যে দল ছুট একটি হনুমানকে কেউ গত ৬ জুলাই সকালে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় বাস শ্রমিকরা আহত হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অফিসে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করায়। এরপর আহত হনুমানটি গত ২০ ও ২১ জুলাই বিচারের দাবিতে আদালতের সামনে গিয়ে অবস্থান নিলে আদালতের আইনজীবীসহ সাধারণ মানুষের দৃষ্টি কাড়ে।
Leave a Reply