নতুন জঙ্গি সংগঠন আল আনসারের (হুজি) প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মো. রাশেদুল আলমসহ (২৫) পাঁচ সদস্যকে আটকের দাবি করেছে র্যাব।
তাদের দাবি, আটকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ ‘জিহাদি বই ও প্রশিক্ষণ’ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-২-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মহিউদ্দিন যুগান্তর অনলাইনকে জানান, হাজারীবাগের একটি বাসা থেকে বুধবার ভোরে তাদের আটক করা হয়।
তিনি জানান, আটককৃত আল আনসারের অন্য সদস্যরা হলেন- আবু বকর মনির (২৩), আবদুল্লাহ আল মামুন মিয়া (২০), রাইসুল ইসলাম রাসেল (২৫) এবং আবদুল মালেক (৩৫)।
এদিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, হাজারীবাগ থেকে র্যাবের হাতে আটক হওয়া যুবকরা কোনো জঙ্গি সংগঠনের সদস্য নয়। তারা ছাত্রশিবিরের নেতাকর্মী।
র্যাব শিবিরের ১৪ সদস্যকে আটক করেছে বলেও ছাত্রশিবিরের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।
Leave a Reply