গাজীপুরে স্টার জলসা দেখা নিয়ে ঝগড়ায় ছুরিকাঘাতে স্বামী খুনের ঘটনায় স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় দেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাহিদা আকন্দ ওরফে রীপা নরসিংদী মনোহরদী থানার পশ্চিম চালাকচর গ্রামের মতিউল ইসলাম ওরফে বাবু মেম্বারের মেয়ে। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে সোহরাব হোসেন স্ত্রী।
গাজীপুর আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহমদ জানান, সোহরাব-রীপা দম্পতি গাজীপুর সিটি কর্পোরেশনের তেলীপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। গত বছরের ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রীপা টিভিতে স্টার জলসা দেখছিলেন। বাসায় ফিরে স্বামী সোহরাব তার স্ত্রী রীপাকে স্টার জলসা দেখতে বারণ করেন।
এ নিয়ে দু জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রীপা তার স্বামী সোহরাবকে ছুরিকাঘাত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এ আরএম আল মামুন তদন্ত শেষে রীপার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে বুধবার দুপুরে আদালত রীপার বিরুদ্ধে ওই রায় প্রদান করেন।
Leave a Reply