‘বন্ধু’ শব্দটি যতই ছোট হোক, এর গভীরতা আর ব্যাপ্তি অনেক বেশি। বিশ্বাস আর নির্ভরতার প্রতীক বন্ধুত্বের সম্পর্কটি উদযাপন করতে প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার পালিত হয় বিশ্ব বন্ধু দিবস। আসছে বন্ধু দিবসে আমাদের সময়ের সব বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের আয়োজন। লিখেছেন- কেয়া আমান
‘পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটির নাম বন্ধুত্ব- এরিস্টটলের এই চিরসত্য বাক্যটির গভীরতা কতটা, তা তখনই বোঝা যায় যখন জীবনে খুঁজে পাওয়া যায় সত্যিকারের একজন বন্ধু। বন্ধুত্ব মানে বিশ্বাস, বন্ধুত্ব মানে পরস্পরের মাঝে সহযোগিতা, বন্ধুত্ব মানে বিপদে পাশে থাকা, সুখে-দুঃখে এক থাকা। জীবনের কোনো বাঁকে নয়, বন্ধুত্বের ব্যাপ্তি সারাজীবন।
নাট্যব্যক্তিত্ব শিমুল ইউসুফ জানালেন, ‘বন্ধুত্বকে পরিমাপ করা যায় না, করার দরকারও হয় না। কারণ বন্ধুত্ব হচ্ছে আঁধার রাতে আলোর প্রদীপ জ্বালানো।
প্রকৃত বন্ধু হচ্ছে সেই যে সুখের সময় যেমন হাসিমুখে পাশে থাকে, তেমনি দুঃখের দিনগুলোতেও লড়াইয়ের সাহস জোগায়। মা-বাবার সঙ্গে যে কথাগুলো শেয়ার করা যায় না, তা নির্দ্বিধায় প্রিয় বন্ধুটিকে শেয়ার করে হালকা হওয়া যায়। তবে তাকে অবশ্যই হতে হবে প্রকৃত বন্ধু। তা না হলে লাভের চেয়ে ক্ষতিটাই বেশি হবে। ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ ইত্যাদির কল্যাণে এখন বন্ধু হওয়া বা পাওয়াটা অনেক সহজ। তবে শুধু দূরালাপনীতে কথা বলে বা চ্যাটিং করে গড়ে ওঠা বন্ধুত্বের সম্পর্ক আসলেই প্রকৃত বন্ধুত্ব কিনা তা জেনেবুঝে নিন। ভেবে দেখুন বন্ধুটি সঠিক কিনা, বিশ্বাস করা যায় কিনা। কারণ বন্ধু মানে একটি মানুষের পরিবর্তনের চাবিকাঠি। বন্ধুর চরিত্রের প্রভাব পড়বে আপনার ওপরও। তাই বন্ধুর চরিত্র সম্পর্কে সচেতন হোন। এমন বন্ধু নির্বাচন করুন যার সঙ্গে আপনার সম্পর্ক হবে হাত আর চোখের সম্পর্কের মতো। হাতে ব্যথা লাগলে চোখে জল আসে। আর চোখে যদি জল ঝরে, তবে হাত এগিয়ে যায় তা মুছে দিতে। নয়তো আপনাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বিপদে ঠেলে দেবে।
বন্ধু যে সব সময়ই তুই করে বলা সমবয়সীরাই হয় তা কিন্তু নয়, বন্ধু হতে পারে যে কেউ। আপনার সব থেকে কাছের বন্ধুটি যেমন আপনার বন্ধু হতে পারে, তেমনি বাবা-মা কিংবা ছোট ভাইবোনও বন্ধু হতে পারে। আবার জীবনের নানা বাঁকে পরিচয় হওয়া বয়সে অনেক বড় কিংবা ছোট কেউও হতে পারে আপনার অন্তরঙ্গ বন্ধু। আবার শিক্ষাজীবনে শুধু একজন বা দুজন নয়, কয়েকজন মিলেও তৈরি হতে পারে গ্রুপভিত্তিক বন্ধুত্ব। তবে এ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হওয়ার আশংকাও থাকে। তাই গ্রুপের সবাইকে নিজেদের মধ্যে স্বচ্ছ থাকার চেষ্টা করা উচিত। এ সম্পর্কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের সাইকিয়াট্রিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মহসিন আলী শাহর পরামর্শ হচ্ছে, ‘গ্রুপভিত্তিক বন্ধুত্বে কখনোই প্রেম-ভালবাসা নিয়ে আসা উচিত নয়। এতে হারিয়ে যায় চিরসবুজ বন্ধুত্ব। একজন কিংবা দুজনের কারণে নষ্ট হয় গ্রুপের অনেকের বন্ধুত্ব।’
আসছে বন্ধু দিবস উপলক্ষে ইতোমধ্যেই হয়তো অনেকে অনেক রকম পরিকল্পনা করে ফেলেছেন। কেউ হয়তো প্রিয় বন্ধুর জন্য কিনছেন উপহারও। আবার অনেকেই হয়তো কাজের ব্যস্ততায় কী করবেন, এখনো ঠিক করে উঠতে পারেননি। তবে শত ব্যস্ততার মাঝেও এই বিশেষ দিনে বন্ধুকে একটি সুন্দর খুদে বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বন্ধুর উদ্দেশে লিখতে পারেন দুটি লাইন। বিশেষ দিনে পাঠানো এসব শুভেচ্ছা বার্তা উপহারের চেয়ে কম কীসে! বন্ধু দিবসকে স্মরণীয় করে রাখতে শত ব্যস্ততার মাঝেও কিছুটা সময় বের করে বন্ধুরা মিলে ঘুরে আসতে পারেন, খেতে খেতে প্রাণ খুলে আড্ডা দিতে পারেন পছন্দের কোনো জায়গায়। বন্ধুর সঙ্গে যদি আপনার এখন মান-অভিমান চলে তবে তা চুকিয়ে ফেলতেও কিন্তু এর চেয়ে ভালো দিন আর হয় না। মনের কথাগুলো জানিয়ে বন্ধু দিবসের প্রথম প্রহরে অভিমানী বন্ধুটিকে পাঠিয়ে দিন একটি খুদে বার্তা। ফোনে বা দেখা করেও এ দিনটিতে চুকিয়ে ফেলতে পারেন মান-অভিমানের পর্বটি।
Leave a Reply