নারায়ণগঞ্জের ফতুল্লায় সাগর চক্রবর্তী (৩৫) নামে এক স্কুলশিক্ষককে মুখে ঘুষি ও বুকে ব্লেড দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় পাগলা নয়ামাটি এলাকায় এ ঘটনা ঘটে।
তবে হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ার পর দুর্বৃত্তরা ওই শিক্ষককে ‘স্যার আপনি আমাদের টার্গেটে আছেন। আজ কিছু করতে পারলাম না।’- হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ নিয়ে বৃহস্পতিবার রাতে ফতুল্লায় তোলপাড় চলছে। সাগর চক্রবর্তী ফতুল্লার পাগলা হাইস্কুলের শিক্ষক। তিনি ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন।
প্রতিদিন গেন্ডারিয়া থেকেই স্কুলে আসেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এতে ওই শিক্ষক ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে।
এ বিষয়ে পাগলা হাইস্কুলের প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ সরকার যুগান্তরকে জানান, শিক্ষক সাগর চক্রবর্তীর ওপর হামলাকারী দুর্বৃত্তরা ২৫ থেকে ৩০ বছর বয়সী।
তিনি বলেন, সাগর চক্রবর্তী আমাকে জানিয়েছেন- কয়েকদিন ধরেই তাকে ফলো করছিল একদল দুর্বৃত্ত। তারা কি কারণে তাকে ফলো করছে তা জানা নেই। তবে সাগর চক্রবর্তীর ওপর হামলা ও হুমকির ঘটনায় তার পরিবারে আতংক বিরাজ করছে।
পরে সাগর চক্রবর্তী ফোন করে বিষয়টি র্যাব-১০ কে জানিয়েছেন। তবে ফতুল্লা থানা পুলিশ এখনও বিষয়টি জানে না।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন যুগান্তরকে জানান, শিক্ষকের ওপর হামলা এমন অভিযোগ রাত ১০টায়ও থানায় কেউ করেনি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply