অসাধারণ নৈপুণ্য দেখিয়ে অলিম্পিক গেমসের এলিমিনেশন রাউন্ডে চলে গেলেন বাংলাদেশের আরচার শ্যামলী রায়। শুক্রবার মধ্যরাতে রিও’র সাম্বাড্রাম স্টেডিয়ামে মহিলাদের ব্যক্তিগত র্যাংকিং রাউন্ডে ৬০০ স্কোর গড়ে ৫৩তম হন তিনি। এই পর্ব থেকে ৬৪ জন গেলেন ১/৩২ এলিমিনেশন রাউন্ডে। আগামী সোমবার এ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। অলিম্পিক মানেই বিশাল আয়োজন, বিশেষ সম্মান। একজন ক্রীড়াবিদের কাছে ক্যারিয়ারের সব অর্জনই তুচ্ছ হয়ে যায় অলিম্পিক পদকের সামনে।
যে কারণে সব অ্যাথলেটেরই স্বপ্ন থাকে অলিম্পিকে খেলার। এই মহাক্রীড়াযজ্ঞে দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ সব অ্যাথলেটেরই কাম্য। ব্রাজিলের রিও ডি জেনিরোতে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ৩১তম আসরের পর্দা উঠেছে কাল। উদ্বোধনী দিনে শুরু হয়েছে বাংলাদেশের অলিম্পিকও। এবারের অলিম্পিক গেমসে বাংলাদেশের সাত ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। তারা হলেন- সিদ্দিকুর রহমান (গলফ), মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার (অ্যাথলেটিকস), মাহফিজুর রহমান ও সোনিয়া আক্তার টুম্পা (সাঁতার), শ্যামলী রায় (আরচারি) এবং আবদুল্লাহেল বাকি (শুটিং)।
রিও অলিম্পিক গেমসের শুরুর দিনেই মাঠে নেমেছেন বাংলাদেশের তীরন্দাজ শ্যামলী রায়। শুক্রবার সাম্বাড্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় তিনি নিজের রিকার্ভ বো ইভেন্টের র্যাংকিং রাউন্ডে লড়েন। এতে ৬০০ স্কোর গড়ে ৫৩তম হন তিনি। এই রাউন্ডে কোরিয়ার চয় মি সান ৬৬৯ স্কোরে প্রথম, একই দেশের চ্যাং হাই জিন ৬৬৬ স্কোরে দ্বিতীয় এবং সতীর্থ কি বো বায়ে ৬৬৩ স্কোরে তৃতীয় স্থানে থেকেই এলিমিনেশন রাউন্ডে গেলেন।
৮ আগস্ট গেমসের তৃতীয় দিনে রিও’র অলিম্পিক শুটিং রেঞ্জে দাঁড়াবেন বাংলাদেশের আবদুল্লাহেল বাকি। বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্বে লড়বেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই শুটার। গেমসের ষষ্ঠ দিন ১১ আগস্ট অলিম্পিক গলফ কোর্সে ব্যক্তিগত স্ট্রোক প্লেতে খেলতে নামবেন প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলতে যাওয়া সিদ্দিকুর রহমান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় লড়াইয়ে নামবেন দুটি এশিয়ান ট্যুর শিরোপাজয়ী দেশসেরা গলফার সিদ্দিকুর। অলিম্পিকে বাংলাদেশের প্রথম পদক জয়ের আশা তাকে ঘিরেই।
১২ আগস্ট মারাকানা স্টেডিয়ামে ‘মাদার ইভেন্ট অব গেমস’খ্যাত অ্যাথলেটিকসের হিটে নামবেন দেশের দুই অ্যাথলেট। বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিটে মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের যোগ্যতা প্রমাণ করতে ট্র্যাকে নামবেন বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার। ২২ সেকেন্ডের এই প্রিলিমিনারি রাউন্ড টপকাতে পারলে তার জায়গা হবে এক নম্বর রাউন্ডে। ১৩ আগস্ট অলিম্পিকের অষ্টম দিনে ট্র্যাকে নামবেন দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রিলিমিনারি রাউন্ডে খেলতে নামবেন তিনি।
সাঁতারে গেমসের ষষ্ঠ দিনে ১১ আগস্ট অলিম্পিক অ্যাকোয়াটিকস স্টেডিয়ামে পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইল হিটে বাংলাদেশ সময় রাত দশটায় পুলে নামবেন মাহফিজুর রহমান সাগর। পরদিন মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইল হিটে সোনিয়া আক্তার টুম্পা একই সময়ে পুলে লড়বেন।
Leave a Reply