ভাড়াটিয়া নিবন্ধন পূরণ ফরমের পর এবার আসছে কোড নম্বর। শিগগিরই এটি চালু হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার ডিএমপির সদর দফতরে এক প্রেসব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, প্রত্যেক ভাড়াটিয়ার জন্য একটি কোড নম্বর দেয়া হবে। কেউ এলাকা পরিবর্তন করে অন্য এলাকায় বাসা ভাড়া নিলে কোড নম্বরটি সংশ্লিষ্ট থানায় দিতে হবে। সংশ্লিষ্ট থানা ভাড়াটিয়ার আগের এলাকার থানা থেকে তার তথ্য সংগ্রহ করবে। এটি শিগগিরই চালু করা হবে।
পুলিশের অভিযান বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে ব্লক রেড চলাকালে কোনো পুলিশ কাউকে হয়রানি করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কেউ হয়রানির শিকার হলে তাৎক্ষণিক ডিএমপির পদস্ত কর্মকর্তাদের মোবাইল ফোনে জানাতে হবে। অভিযোগ পাওয়ার পর ঐ পুলিশের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ব্লক রেড দেয়ার উদ্দেশ্যই হলো জঙ্গি, সন্ত্রাসী, ও অন্যান্য অপরাধে অভিযুক্তদের আটক ও গ্রেফতার করা। এ থেকে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয়।
Leave a Reply