অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টের তৃতীয় দিনেই জয় তুলে নিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ নিজেদের করে নিল লংকানরা।
শনিবার দুই সেশনের মধ্যেই ২২৯ রানের জয় তুলে নেয় শ্রীলংকা।
এর আগে তিন টেস্ট সিরিজের প্রথমটি জেতায় ম্যাথুসরা ২-০ ব্যবধানে এগিয়ে গেল।
প্রথম ইনিংসে ২৮১ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৩৭ রান করে শ্রীলংকা। বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথের হ্যাটট্রিক ও অফ স্পিনার দিলরুয়ান পেরেরার ৪ উইকেটে প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া।
৪১৩ রানের অসম্ভব টার্গেটে খেলতে নেমে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান।
আর তৃতীয় দিনে পেরেরার ঘূর্ণিতে ১৮৩ রানে অলআউট হয় স্মিথরা। ৭০ রানে ৬ উইকেট পেরেরার। ক্যারিয়ারের সেরা বোলিং। ১১ টেস্টের ক্যারিয়ারে ম্যাচে এই প্রথম ১০ উইকেট পেলেন পেরেরা। ম্যাচের সেরার পুরস্কার তার।
দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হেরাথের। ম্যাচে ৬ উইকেট প্রথম টেস্ট জেতানো বোলারের।
সেই ১৯৯৯ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত ৩ ম্যাচের সিরিজ ১-০ তে জিতেছিল লংকানরা। সেবার স্টিভ ওয়ার দলকে প্রথম টেস্টে হারায় সনাৎ জয়সুরিয়ার শ্রীলংকা।
Leave a Reply