আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিং আর সাকিব আল হাসানের ঘূর্ণিজাদুতে ফাইনাল নিশ্চিত করেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম দল জ্যামাইকা তালাওয়াস।
ফাইনালের পথে স্বাভাবিক গতিতে এগুতে না পারলেও নিজেদের প্রমাণ করেই ফাইনালের টিকিট কেটেছে দলটি।
ফাইনালে যাওয়া তালাওয়াস ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১৯ রানে হারায়। আগামীকাল রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ গায়ানা আমাজন ওয়ারিয়র্স।
এদিন আন্দ্রে রাসেলের খেলাকে স্বাভাবিকভাবে ঝড় বলাটা সমীচীন হবে না। বরং একে বলা চলে সাইক্লোন। তাণ্ডব চালিয়ে মাত্র ৪২ বলে সেঞ্চুরি তুলে নেন রাসেল।
তাকে যোগ্য সঙ্গ দেন সাকিব আল হাসান। তবে করতে পেরেছেন মাত্র ১৯ রান। অবশ্য পরবর্তীতে বল হাতে আক্ষেপ ঘুচিয়ে নিয়েছেন তিনি।
টসে হেরে ব্যাট করতে নেমেছিল তালাওয়াস। ভালো শুরু করেও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিস গেইল, ২৬ বলে ৩৫ রান করে আউট হন। ৬৭ রানে দলটি হারিয়ে বসে ৪ উইকেট। এরপর রাসেল ও সাকিব ক্রিজে নেমে দলকে খেলায় ফেরান।
মাঠে তাণ্ডব চালিয়ে ১১টি ছয়ের মারে সেঞ্চুরি তুলে নেন রাসেল। তার এই সেঞ্চুরির সুবাদে দলের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৯৪। আর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে রাসেল তুলে নেন সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি।
এছাড়া ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বলে সেঞ্চুরি তোলা দ্বিতীয় ক্রিকেটার রাসেল। এর আগে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন ক্রিস গেইল।
রাসেলের সঙ্গে ক্রিজে থেকে এক প্রান্ত আগলে রেখে সাকিব তোলেন ১৯ রান। অবশ্য বল হাতে সেই আক্ষেপ অনেকটুকুই পুষিয়ে দিয়েছেন সাকিব।
সাকিবের দ্বিতীয় ওভারের প্রথম বলেই হাশিম আমলা ছয় মারেন। কিন্তু পরের বলে সেই কাজ করতে গিয়ে আমলা হন স্টাম্পড। সুনীল নারাইন এসে প্রথম বলেই ছয়। পরের বলেই আবার উড়িয়ে মারতে গিয়েই ক্যাচ দিলেন।
পঞ্চম বলে ব্রেন্ডন ম্যাককালাম নিলেন এক রান। শেষ বলে আবার উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিলেন ডোয়াইন ব্রাভো। এক ওভারে ১১ রান দিয়ে সাকিবের ৩ উইকেট!
শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ১৩০ রানের টার্গেটে মাত্র ১১০ রানে থামে ত্রিনবাগো নাইট রাইডার্স। আমলা ২৮ বলে ৩৭ রান ও কলিন মুনরো করেন ২৬ বলে ৩৮ রান। অন্যদিকে সেঞ্চুরির পর বল হাতে রাসেল নিয়েছেন দুই উইকেট।
Leave a Reply