শনিবার বাংলাদেশ সময় ভোর ৫টায় দুনিয়া কাঁপানো অলিম্পিক গেমসের পর্দা উঠে। উদ্বোধনের পরপরই প্রতিটি দেশের ক্রীড়াবিদরা স্টেডিয়ামে হাজির হন নিজ দেশের পতাকা হাতে।
বিশ্বের ক্রীড়াবিদদের সবচেয়ে বড় এই আসরে বাংলাদেশের পতাকা তুলে ধরেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। ২০১৬ রিও অলিম্পিকে প্রথম বাংলাদেশী হিসেবে সরাসরি অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেন সিদ্দিকুর রহমান।
অলিম্পিক গেমসের মার্চপাস্টে সিদ্দিকুরের সঙ্গে ছিলেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা, শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি, আর্চারিতে শ্যামলী রায় আর স্প্রিন্টার মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার।
সিদ্দিকুর ছাড়া অন্যরা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পান।
স্বাধীনতার পর ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে বাংলাদেশ থেকে এক সদস্যর প্রতিনিধি পাঠানো হয়। ১৯৭৬ মন্ট্রিল অলিম্পিকেও একই অবস্থা। ১৯৮০ সালে বেশ ক’টি দেশ মস্কো অলিম্পিক বয়কট করলে বাংলাদেশ থেকে কোনো প্রতিনিধি পাঠানো হয়নি।
১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে বাংলাদেশ থেকে প্রথম ক্রীড়াবিদ পাঠানো হয়। অ্যাথলেট সাইদুর রহমান ডন সেবার বাংলাদেশের পতাকা বহন করেন।
১৯৮৮ সালে সিউল অলিম্পিকে পতাকা বহন করেন অ্যাথলেট শাহ আলম। ১৯৯২ বার্সালোনায় মহিলা শ্যুটার কাজী শাহানা পারভীন পতাকা বহন করেন। ১৯৯৬ সালে সাইফুল আলম রিকিংয়ের দায়িত্ব ছিল লাল-সবুজ পতাকা বহনে।
২০০০ সিডনি গেমসে সাবরিনা সুলতানা, ২০০৪ আসিফ হোসেন, ২০০৮ রুবেল রানা ও ২০১২ সালে অলিম্পিক গেমসে পতাকা বহন করেন সুইমার মাহফিজুর রহমান সাগর।
এবারের আসরে ২০৬টি দেশ ও শরণার্থীদের একটি দল অংশ নিচ্ছে। এবার পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ। সিদ্দিকুর ছাড়াও বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নিচ্ছেন- শ্যামলী রায় (আর্চারি), আব্দুল্লাহ হেল বাকি (শ্যুটিং), মাহফিজুর রহমান (সাঁতার), সোনিয়া আক্তার (সাঁতার), শিরিন আক্তার (অ্যাথলেটিকস) ও মেজবাহ আহমেদ (অ্যাথলেটিকস)।
আব্দুল্লাহ হেল বাকি অংশ নেবেন শ্যুটিংয়ের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে। মাহফিজুর ও সোনিয়া দু’জনেই অংশ নেবেন সাঁতারের ৫০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টে।
অ্যাথলেটিকস থেকেও শুধু একটি ইভেন্টেই দেখা যাবে শিরিন ও মেজবাহকে। দু’জনই দৌড়াবেন ১০০মিটার ইভেন্টে।
৮ আগস্ট শ্যুটিংয়ের লড়াইয়ে নামবেন আব্দুল্লাহ হেল বাকি। কমনওয়েলথ গেমসে রুপা জয়ী এই শ্যুটার সেদিন সন্ধ্যা ৬টায় বাছাই প্রতিযোগিতায় নাবেন। তাঁর ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেল।
সাঁতার প্রতিযোগিতা শুরু হবে ১১ আগস্ট। ৫০ মিটার ফ্রি-স্টাইলে বাংলাদেশী সাঁতারু মাহফিজুর রহমানের বাছাই প্রতিযোগিতা শুরু হবে রাত ১০টায়।
এদিন শুরু হবে গলফও। বাংলাদেশী গলফার সিদ্দিকুর রহমানের খেলা এদিন বিকাল সাড়ে ৪টায় শুরু হবে।
১২ আগস্ট নারী অ্যাথলেটিকসের বাছাই। ১০০ মিটার দৌড়ে রাত ৯টায় শিরিন আক্তার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামবেন। এ দিন রাত ১০টায় নারীদের সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের বাছাইয়ে নামবেন সোনিয়া আক্তার।
১৩ আগস্ট পুরুষদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নামবেন মেজবাহ আহমেদ। বাছাইয়ের এই প্রতিযোগিতা শুরু হবে সন্ধ্যা ৬টায়।
উদ্বোধনী অনুষ্ঠান দেখতে মারকানা স্টেডিয়ামে উপস্থিত হন ৬০ হাজার দর্শক। আর সারা বিশ্বে প্রায় ৩ বিলিয়ন দর্শক টেলিভিশনে সরাসরি তা উপভোগ করেন।
উদ্বোধনী আসরে জমকালো আয়োজনে ব্রাজিলের বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য, ইতিহাস ও ভিন্নতাকে তুলে ধরা হয়।
‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত অলিম্পিকের আয়োজক হতে পেরে ব্রাজিল একদিকে গর্বিত ও আনন্দিত। অন্যদিকে দেশটির একটি বড় অংশ এই আয়োজনের বিরোধিতা করছেন।
বিরোধিরা বলছেন, এই আয়োজনের আড়ম্বরপূর্ণ আয়োজনের জন্য যে বিরাট অর্থ খরচ হল, তা ব্রাজিলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের কাজে লাগানো যেতো।
ব্রাজিলের ১০০টি স্টেট থেকে প্রধানরা আসবেন বলে আশা করছিলেন আয়োজকরা। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে শেষ পর্যন্ত ২৫টি স্টেট থেকে এসেছেন প্রতিনিধিরা।
এবারের অলিম্পিকে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে মশাল প্রজ্বলন করবেন বলে জানানো হয়েছিল। কিন্তু, স্বাস্থ্যগত সমস্যার কারণ দেখিয়ে তিনি মশাল প্রজ্বলন করা থেকে বিরত থাকেন। মূল মশালটা প্রজ্বলিত করেন ব্রাজিলের সাবেক ম্যারাথন দৌড়বিদ ভানদেরলেই দে লিমা।
Leave a Reply