দেশের নয়টি পৌরসভায় শেষ হয়েছে ভোট গ্রহণ। রোববারের এ নির্বাচনে আওয়ামী লীগের চারজন, বিএনপির একজন এবং স্বতন্ত্র চারজন মেয়র নির্বাচিত হয়েছেন।
বিস্তারিত যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবরে:
নড়িয়া (শরীয়তপুর)
নড়িয়া পৌরসভার উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শহীদুল ইসলাম বাবু রাঢ়ি ৫ হাজার ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুল হাসান জুয়েল পেয়েছেন ৪ হাজার ৪১৭ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পেয়েছেন ৪৯৩ ভোট।
ঘাটাইল (টাঙ্গাইল)
ঘাটাইল পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী শহিদুজ্জামান খান ভিপি শহিদ পেয়েছেন ৮ হাজার ৮৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৭৭১টি ভোট। স্বতন্ত্রপ্রার্থী যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম পেয়েছেন ৬৮০ ভোট।
পীরগঞ্জ (রংপুর)
নবগঠিত পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী তাজিমুল ইসলাম শামীম বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সায়দুর রহমান। তাজিমুল ইসলাম ৭ হাজার ৬৭১ ভোট পান। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সায়দুর ১ হাজার ৮৭৯ ভোট পেয়েছেন।
গলাচিপা (পটুয়াখালী)
আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওহাব খলীফা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৭৬০ ভোট। তার নিকটতম প্রার্থী বিএনপির আবু তালেব মিয়া পেয়েছেন ১ হাজার ৭০৭ ভোট।
সকাল ১১টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এ সময় কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে বিএনপি প্রার্থী ভোট বর্জন করে।
ঘোড়াঘাট (দিনাজপুর)
ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী আবদুস সাত্তার মিলন ৪ হাজার ১০০ ভোট পেয়ে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ ৩ হাজার ৮২৫ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী ইউনুস আলী মন্ডল পেয়েছেন ৩ হাজার ৫৫৬ ভোট।
বেড়া (পাবনা)
বেড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আবদুল বাতেন বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ডা. আবদুল আউয়াল। বাতেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ছোট ভাই।
ডোমার (নীলফামারী)
ডোমার পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মনছুরুল ইসলাম দানু ৩ হাজার ৩৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সুফিয়ান পেয়েছেন ৩ হাজার ৩২৮ ভোট। আওয়ামী লীগ প্রার্থী ময়নুল হক পেয়েছেন ২ হাজার ২৭৩ ভোট।
লোহাগড়া (নড়াইল)
স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আশরাফুল আলম ৬ হাজার ৬০৮ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী লিপি খানম ৪ হাজার ৪২৫ ভোট, বিএনপির প্রার্থী নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল ২ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন।
সোনাতলা (বগুড়া)
বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) জাহাঙ্গীর আলম নান্নু নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৬ হাজার ৪৫৪ ভোট। আওয়ামী লীগ প্রার্থী শাহীদুল বারী খান রব্বানী পেয়েছেন ৬ হাজার ৩৬৯ ভোট।
Leave a Reply