ভারতের আসাম থেকে ব্রহ্মপুত্র নদীর পানিতে ভেসে আসা বুনো হাতিটিকে উদ্ধারের জন্য আসা তিন সদস্যের ভারতীয় প্রতিনিধিদল রোববার ঘটনাস্থল থেকে ঢাকায় ফিরে এসেছেন। হাতিটিকে সংজ্ঞাহীন করে তাকে অন্যত্র নিয়ে যাবার জন্য তাদের যে চেষ্টা তা সফল হয়নি।
এদিকে ভারতীয় দলটির কর্মকর্তাদের ভিসার মেয়াদ প্রায় শেষের পথে- তাই তারা সোমবারই দেশে ফিরে যাবেন।
হাতিটি এখনও জামালপুরের সরিষাবাড়ীতে একটি নদী চর এলাকায় অবস্থান করছে। সেটিকে দেখার জন্য সেখানে ভিড় করছে শত শত লোক।
ঘটনাস্থলে থাকা বন বিভাগের কর্মকর্তা অসীম মল্লিক জানান, সেখানকার উৎসুক জনতার ভিড়ের কারণে বন্য হাতিটি কখনোই পানি থেকে উঁচু ডাঙায় উঠতে পারছে না। যে কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা বুনো হাতিকে পানিতে ট্রাঙ্কুলাইজার দেয়া হলে তাকে জীবিত উদ্ধার করা যাবে না। সে পানিতে পড়ে যাবে। লোকজন এমনভাবে হাতির চারেপাশে ভিড় করছে যে হাতি কূলে উঠতে পারছে না। কাজও এগুচ্ছে না।’
জেলা প্রশাসকসহ সবাই মিলে উদ্যোগ নেয়া হলেও কোনোভাবেই আশেপাশ থেকে মানুষ আসা ঠেকানো যাচ্ছে না বলে জানান অসীম মল্লিক।
বাংলাদেশের বন কর্মকর্তারা বলছেন, এখন হাতিটিকে উদ্ধারের একটি বিকল্প পরিকল্পনা করা হচ্ছে। হাতিটি দিনের বেলায় পানিতে থাকে, রাতের বেলায় উঁচু জায়গায় চলে আসে। তাই এখন রাতে অভিযান করার কথা ভাবছেন তারা।
সূত্র: বিবিসি বাংলা।
Leave a Reply