দ্বিতীয়বার সংশোধিত নিখোঁজদের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ তালিকায় ৭০ জনের তথ্য দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়।
নিখোঁজ হওয়া ব্যক্তিদের বয়স ১৫-৪০ এর মধ্যে। এর আগে ২৫ জুলাই তথ্য হালনাগাদ করে ৬৮ জন নিখোঁজের তালিকা প্রকাশ করে র্যাব।
গত ২০ জুলাই র্যাবের ফেসবুক পেজে ২৬১ জন নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকা প্রকাশের পর অনেক নিখোঁজ ব্যক্তি তাদের পরিবারের কাছে ফিরে এসেছেন বলে তথ্য পাওয়া যায়।
র্যাব জানায়, এই তালিকা হালনাগাদের কাজ একটি চলমান প্রক্রিয়া। তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি যদি পরিবারের কাছে ফিরে আসে অথবা ওই তালিকার বাইরে যদি কারও কাছে কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান থাকে তাহলে ফোনে (মোবাইল : ০১৭৭৭-৭২০০৭৫) তথ্য দেওয়ার অনুরোধ জানিয়েছে র্যাব।
নিখোঁজদের তালিকা: https://drive.google.com/file/d/0B8Vld2wqAu4kdDdVSFFMblhMYlk/view?pref=2&pli=1
Leave a Reply