প্রেসবক্সে গুলির ঘটনার পর এবার রিও অলিম্পিক অংশ নেয়া সাংবাদিকদের বহনকারী বাসে হামলার ঘটনা ঘটেছে।
বুধবার সংঘটিত এ হামলায় দু’জন সাংবাদিক আহত হয়েছেন। খবর এনডিটিভির।
এবারও প্রথম হামলার মতো গুলি চালানো হয়েছিল কি না বিষয়টি পরিষ্কার নয়। কেউ কেউ বলছেন পাথর ছোড়া হতে পারে।
ব্রাজিল পুলিশ জানায়, সাংবাদিকদের বহনকারী বাসটি দেওদোরো অলিম্পিক জোন থেকে রিওর অলিম্পিক পার্কে যাচ্ছিল। কুখ্যাত সিটি অব গড ফ্যাবেলা বা বস্তির পাশ থেকে যাওয়ার সময় বাসটিতে হামলার ঘটনা ঘটে। আঘাতে বাসের দুটি জানালা ভেঙে যায়।
হামলার সময় সাংবাদিকরা বাসের মধ্যে শুয়ে পড়েন। চালক সেটিকে চালিয়ে নিয়ে যান। দুই কিলোমিটার যাওয়ার পর পুলিশের সহায়তা পান তারা।
পরে পুলিশি প্রহরায় সাংবাদিকরা নিরাপদেই অলিম্পিক ভেন্যুর মূল মিডিয়া সেন্টারে পৌঁছান।
Leave a Reply