আজ থেকে বছর দশেক আগেও টি২০ ক্রিকেটের বিষয়ে ক্রিকেটপ্রেমীদের তেমন কোনও ধারণাই ছিল না। ক্রিকেটীয় বিনোদনের নিরীখে আইপিএল, বিগ ব্যাশের দাপটে আজ টেস্ট, ওয়ানডেকে বলে বলে গোল দিতে পারে টি২০।
আন্তর্জাতিক স্তরে টি২০ ক্রিকেটের আত্মপ্রকাশ ২০০৩ সালে ইংল্যান্ড বোর্ডের হাত ধরে। এর পর গত ১৩ বছরে অনেকটাই বদলে গিয়েছে টি২০ ক্রিকেটের মানচিত্র।
এই সময়ে গেইল-কোহালি-ডি ভিলিয়ার্সদের মতো বিধ্বংসী ব্যাটসম্যানরা যেমন এসেছেন, তেমনই মুস্তাফিজ-সুনীল নারিনদের মতো বোলাররাও উঠে এসেছেন। এই তারকাদের থেকে ভারতের আনন্দবাজার পত্রিকা বাছাই করেছে সর্বকালের সেরা টি২০ একাদশ।
এই একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান।
আনন্দবাজারের সেরা একাদশ:
১. ক্রিস গেইল
২. ব্রেন্ডন ম্যাকালাম
৩. বিরাট কোহালি
৪. এবি ডিভিলিয়ার্স
৫. সাকিব অল হাসান
৬. মহেন্দ্র সিং ধোনি
৭. ডোয়েন ব্রাভো
৮. ডেল স্টেইন
৯. সুনিল নারিন
১০. মুস্তাফিজুর রহমান
১১. লাসিথ মালিঙ্গা
Leave a Reply