ডেইলি চিরন্তন:ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মো. হোসেন আপাতত মুক্তি পাচ্ছেন না। তাদেরকে হাইকোর্ট জামিন দিয়েছিল। কিন্তু হাইকোর্টের ঐ জামিন আদেশের ওপর দেয়া স্থগিত আদেশের মেয়াদ ১৮ই আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসেকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
গত ২০ জুলাই ডেসটিনির এই দুই কর্ণধারকে অর্থপাচার মামলায় শর্ত সাপেক্ষে জামিন দিয়েছিল হাইকোর্ট। দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ ১১ই আগস্ট পর্যন্ত ঐ জামিন আদেশ স্থগিত করে দেয়। আজ শুনানি শেষে ঐ স্থগিত আদেশের মেয়াদ আবারো বৃদ্ধি করল আপিল বিভাগ। দুদকের পক্ষে আইনজীবি খুরশীদ আলম খান ও ডেসটিনির পক্ষে ব্যারিস্টার আজমল হোসেন কিউসি শুনানি করেন।
২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, পরিচালক দিদারুল আলমসহ ২২ জনের বিরুদ্ধে নগরীর কলাবাগান থানায় মানি লন্ডারিং আইনে মামলা করে দুদক। ২০১২ সালে গ্রেফতার হন দিদারুল।। আসামির পক্ষে ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।
Leave a Reply